ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্মিথের আরও কাছে কোহলি, সাকিবের উন্নতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মিথের আরও কাছে কোহলি, সাকিবের উন্নতি

পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংসের দেখা পান বিরাট কোহলি। তার ডাবল সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া।

দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা কোহলি এবার আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় রেটিং পয়েন্টে ব্যাপক উন্নতি করেছেন। শীর্ষে থাকা স্টিভেন স্মিথের চেয়ে  এখন মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে ভারতীয় এ রানমেশিন।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৯৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কোহলি। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ব্যাটসম্যান স্মিথ ৯৩৭ পয়েন্ট নিয়ে কোহলির নিঃশ্বাস দুরত্বে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলি অপরাজিত ছিলেন ২৫৪ রানে। চোখ ধাঁধানাঁ এ পারফরম্যান্সের মধ্য দিয়ে স্মিথের সঙ্গে ব্যবধান কমিয়েছেন কোহলি। এর আগে ১০ ইনিংস সেঞ্চুরি বঞ্চিত ছিলেন কোহলি। যার ফলে ২০১৮ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো ৯০০ এর নিচে নেমে যায় তার রেটিং পয়েন্ট। তবে ২০১৮ সালের আগস্টের পর ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে পুনরায় স্মিথের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। এর আগে সর্বোচ্চ ৯৩৭ রেটিং পয়েন্ট ছিল তার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ সিরিজেই স্মিথকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে কোহলির সামনে। রাঁচিতে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে ভালো কিছু করতে পারলে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান দখলে নিবেন ভারতীয় এ অধিনায়ক। আগামী ১৯ অক্টোবর রাঁচিতে তিন ম্যাচ টেস্টের শেষটিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

বাংলাদেশিদের মধ্যে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৬৩৩। ব্যাটসম্যানদের তালিকায় আগের ২৩তম স্থান দখলে রেখেছেন তামিম ইকবাল।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়