ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সড়ক ছেড়ে বাস পুকুরে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৩০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক ছেড়ে বাস পুকুরে

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার সকালে উপজেলার রূপশান্তি মসজিদ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কে ঢাকা থেকে জামালপুরগামী মাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলা সদরের রূপশান্তি মসজিদ মোড়ে আসলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তা পাশে পুকুরে নেমে যায়। এই ঘটনায় বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

তারা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালা (২৪), মজিদ (৪৫), কদ্দুস (৫৬), হাবেল (২৮), ও মরিয়ম (৩১)।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়