ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সড়ক দুর্ঘটনা : নিহত ছয়জনের লাশ নিজ গ্রামে দাফন

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক দুর্ঘটনা : নিহত ছয়জনের লাশ নিজ গ্রামে দাফন

নীলফামারী প্রতিনিধি : ডিমলা থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত ছয়জনের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

রোববার দুপুরে নিহতদের নিজ নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা গ্রামের আয়েত আলীর ছেলে আতিয়ার রহমান (৪৮), মেলাপাঙ্গা গ্রামের জাকালার ছেলে ওমর ফারুক (২৫), পশ্চিম মাস্টার পাড়া গ্রামের মমিনুরের ছেলে আব্দুল মালেক বাবু (১৮), জলঢাকা উপজেলার পান্থাপাড়া গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে মো. শাহ শাহান মিয়া (৩৫), মৃত গাটিয়া সরকারের ছেলে এনামুল হক (৪৩) ও ফারুক হোসেন (৪১)।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতুলি নামক স্থানে ঝুমুর পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৫২৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট নিচে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।



রাইজিংবিডি/নীলফামারী/১৫ জানুয়ারি ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়