ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সড়ক দুর্ঘটনারোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক দুর্ঘটনারোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সড়ক দুর্ঘটনারোধ ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে।

রোববার সকাল থেকে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহর ও শহরতলীর ছয়টি পয়েন্টে অভিযান চালানো হয়। সম্প্রতি সড়ক দুর্ঘটনা আশংকাজনক বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন অভিযান পরিচালনা শুরু করল।

দুপুরে বাগেরহাট-চিতলমারী সড়কের মুন্সীগঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪০টি মামলা ও জরিমানা আদায় করা হয়। এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়ায় আজিজুর রহমান (৩২) নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত  আজিজুর রহমান কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের আতিয়ার রহমানের ছেলে। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। সকাল থেকে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



রাইজিংবিডি/বাগেরহাট/২৯ জানুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়