ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হংকংয়ের কাছে মেয়েদের হার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হংকংয়ের কাছে মেয়েদের হার

ক্রীড়া প্রতিবেদক : এয়ার এশিয়া উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের মেয়েরা।

বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় হংকং। ম্যাচের ২৭ মিনিটে সো মেই কেইয়ের গোলে এগিয়ে যায় তারা।

চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে বাংলাদেশ দুটি পেনাল্টি কর্ণার পেয়েও তা নষ্ট করে। ফলে শেষ পর্যন্ত সমতা ফেরানো গোল পায়নি বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরেছিল। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল ২-০ গোলে। যেটি চলতি বছর প্রথমবারের মতো গঠিত  হওয়া জাতীয় নারী হকি দলের প্রথম জয়।

তিন ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এবারের এয়ার এশিয়া উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে বাংলাদেশসহ মোট ৬টি দল অংশ নিয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলছে দলগুলো। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ২০২০ উইমেন্স জুনিয়র এশিয়া কাপে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের সহযোগিতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়