ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৯, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার শেখের মহল্লা ও শরীফখানী মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শেখের মহল্লার উস্তার উল্লার পুত্র আল আমিন (৩০) শরীফখানী এলাকার ভিতরে এসে
সুনারু খালের সড়ক সংলগ্ন স্থানে জাল ফেলে। এ সময় শরীফখানী মহল্লার মনু উল্লাহর পুত্র মুতি মিয়া (৫০) তাকে এ স্থানে জাল ফেলতে বাধা দেয়। এ নিয়ে মাঝে কথা কাটাকাটি হয়। এই সূত্র ধরে এক পর্যায়ে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।  উভয় মহল্লার লোকজন খালের দুই পাড় থেকে বৃষ্টির মতো একে অপরের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। 

খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ এসে পঞ্চায়েতদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, তুচ্ছ ঘটনার জের ধরে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে উভয় পক্ষ কমিটমেন্ট করেছে তারা আর সংঘর্ষে জড়াবেন না। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়