ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হলমার্কের চেয়ারম্যান জেসমিন কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হলমার্কের চেয়ারম্যান জেসমিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেসমিন ইসলাম।

জেসমিন ইসলামের পক্ষে তার আইনজীবী গাজী শাহ আলম জামিনের আবেদন করে শুনানি করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর, মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ জুন জেসমিন ইসলামের জামিন বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েন আদালত। সেই আদেশ অনুযায়ী রোববার আত্মসমর্পণ করে জামিন চান জেসমিন ইসলাম।


রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/মামুন খান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়