ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাঁস পালনে হাসির স্বপ্ন দুই যুবকের

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাঁস পালনে হাসির স্বপ্ন দুই যুবকের

হাঁস পালন করে সৎপথে রোজগার করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বক্তারপুরের দুই যুবক।

এ লক্ষে তারা কয়েকজন শ্রমিক সাথে নিয়ে কাশিপুর ধানের খালি মাঠে অস্থায়ী খামার তৈরী করেছেন। খামারে হাঁসের সংখ্যা প্রায় আড়াই হাজার।

সকাল হলেই হাঁসের পাল ছেড়ে দেওয়া হয় জমিতে। পুরোদিন জমিতে পরিত্যক্ত ধান খাওয়ার পর সন্ধ্যায় আবার হাঁসগুলো খামারে আটকে রাখা হয়।

সরেজমিন পরিদর্শনকালে হাঁস খামারি উপজেলার বক্তারপুরের বাসিন্দা আলম খা ও আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, গত দুই বছর ধরে হাঁস পালনে লোকসান হয়েছে। এ লোকসান পুষিয়ে নিতে এবার মনযোগ দিয়ে হাঁস পালন শুরু করছেন। তারা আশা করছেন লাভবান হবেন।

তারা জানান, জেলার বানিয়াচং উপজেলার ভাটিপাড়া থেকে হাঁসের বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে এসেছেন। প্রায় ৬ মাস লালন পালনের পর হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে।

এবারের হাঁসের ডিম বিক্রি করে তারা লাভ হতে জোর চেষ্টা চালাচ্ছেন। 

এ খামারের শ্রমিক আব্দুস ছালাম বলেন, সারাদিন তিনি হাঁসের পাল নিয়ে মাঠে অবস্থান করেন। এবার হাঁস পালনে মালিকরা লাভবান হবেন বলে তিনি আশাবাদী।

হবিগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, হাঁস খামারিদেরকে স্বাবলম্বী করতে তারা বিভিন্নভাবে পরামর্শ প্রদান করছেন। খামারিরাও সমস্যা নিয়ে তাদের কাছে আসছে।

তিনি আরো জানান, জেলার বিভিন্ন স্থানে হাঁস পালন করে অনেক বেকার যুবক লাখপতি হয়েছে।



হবিগঞ্জ/মামুন চৌধুরী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়