ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হাতিয়া : চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিয়া : চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি : দেশের পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার মধ্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ লিটন ও ভাইস চেয়ারম্যান পদে ওবায়দ উল্যাহ বিপ্লব ও মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নিয়ে চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ ও ভাইস চেয়ারম্যান পদে মমতাজ বেগম টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।

নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল হোসেন তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল হোসেন জানান, হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং তিনটি পদে কেবল একজন করে প্রার্থী থাকায় নির্বাচনী আইন অনুযায়ী তাদের সবাইকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৮ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শুধু তিনজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন এবং ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল।



রাইজিংবিডি/নোয়াখালী/১ মার্চ ২০১৯/মাওলা সুজন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়