ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হারার আগে হারতে চান না সাকিব

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হারার আগে হারতে চান না সাকিব

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক : নির্ভীক, অকুতোভয়; চট্টগ্রাম টেস্টের পুরোটা সময় আফগানিস্তানের খেলোয়াড়দের শারীরিক ভাষা ছিল এমন।  আগ্রাসন ছিল প্রতিটি মুহূর্তে।  সাকিব তা মানতে চান না। তার মানতে না চাওয়ার আরেকটা কারণ হল,‘আমরা তো ওদের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারিনি। যদি করতে পারতাম তখন আসলে বোঝা যেত যে ওদের কত ক্যারেক্টার আছে।  যেহেতু ঐ পজিশনেই আনতে পারিনি, তাহলে ওদের ক্যারেক্টার কী দেখব!’

তবে শেষ চারদিনে আফগানিস্তানের পারফরম্যান্সকে মোটেও খাটো করে দেখছেন না সাকিব,  ‘আমাদের ক্রিকেটের জন্য, আমাদের জন্য হতাশাজনক অবশ্যই যে নতুন একটা দলের কাছে আমরা হেরে গেলাম! তবে নতুন দল মানেই যে তারা জিততে পারবে না, এমনটাও ঠিক না। তাহলে ইংল্যান্ড ২০০ বছর ধরে খেলে, আমরা ১৫-২০ বছর ধরে খেলে তাদের বিপক্ষে জিতেছি। তখন তাদের কেমন লাগার কথা? তাই বিষয়টা এমন না। ’

‘তাঁদের (আফগানিস্তান) সম্মান দিতে হবে। তারা ভালো খেলেই এমন একটা পজিশনে এসেছে যেখান থেকে তারা জিততে পারে। আমি যেটা বললাম, হয়তো আমরা আরও ভালো কিছু করতে পারতাম। তখন ওদের একটা চ্যালেঞ্জের মুখে আনতে পারতাম, টেস্ট ক্রিকেটের যে পরীক্ষা সেটা আমরা নিতে পারিনি।  এটা অবশ্যই হতাশার।’ – যোগ করেন সাকিব। 

নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে প্রতিপক্ষকে খুব উচুঁতে নিয়ে যেতে নারাজ সাকিব। তবে শেষ চারদিন নিজেরা যা করতে পারেনি তা করে দেখাতে মুখিয়ে আছেন অধিনায়ক। ম্যাচ বাঁচাতে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে অসম্ভবকে সম্ভব করতে হবে বাংলাদেশকে। সফরকারীদের থেকে ২৬২ রানে পিছিয়ে। অন্যদিকে ইতিহাস গড়তে আফগানিস্তানের চাই মাত্র চার উইকেট।

জয়ের পাল্লা আফগানিস্তানের দিকেই ভারী তা নিজ মুখেই বলেছেন সাকিব,‘বর্তমান পরিস্থিতিতে আমরা এই ম্যাচ হারের খুব কাছাকাছি।  একমাত্র বৃষ্টি আছে।  আর আল্লাহ যদি আমাদের পাশে থাকে তাহলে ম্যাচ না হারার সম্ভাবনা বেশি। ’

তবে হারার আগে হেরে যেতে চান না সাকিব। শেষ দিনের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, ‘এখানেও আসলে একটা চ্যালেঞ্জ থেকে যায়। আমরা যে চারজন বাকি আছি, তারা যদি কিছু একটা করে দেখাতে পারি বা কিছু করতে না পারলেও, লড়াই করার যে মানসিকতা…আমরা যে এতোদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছি, ঘরের মাঠে ভালো কিছু করেছি তার একটা প্রমাণ অন্তত আমরা রেখে যেতে পারি।  হয়তো হারতে পারি, তবে ঐ যে লড়াই করার যে একটা ছাপ, সেটা যেনো আমরা দেখাতে পারি।’


রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন/ আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়