ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হারে শুরু চ্যাম্পিয়নদের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হারে শুরু চ্যাম্পিয়নদের

ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের খেলোয়াড়রা। ছবি : আব্দুল্লাহ আল মামুন

ক্রীড়া প্রতিবেদক : যেভাবে শুরু করতে চেয়েছিল, সেভাবে পারল না। ব্যাটিং কিংবা বোলিং, দুই বিভাগে আশা জাগিয়েও সাফল্য পেতে ব্যর্থ। ফলে হার দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের যাত্রা শুরু করতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনকে। প্রথম রাউন্ডে তিন দিনেই তাদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে মাত্র ৫৬ রানের টার্গেট ছুড়ে দেয় ওয়ালটন সেন্ট্রাল জোন। ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে অলোক কাপালির দল।

 


ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন লিটন কুমার দাস (বাঁয়ে)। ছবি : আব্দুল্লাহ আল মামুন
 

৭৮ রানে পিছিয়ে থেকে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করেন শামসুর রহমান (২৯) ও রকিবুল হাসান (২৯)। কিন্তু দিনের শুরুতেই রকিবুলকে হারায় ওয়ালটন। পেসার ইবাদতের বলে বোল্ড হন ডানহাতি এ ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুব ও শামসুর রহমান শুভ ৩৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন।

এ সময়ে হাফ সেঞ্চুরি তুলে নেন শামসুর। কিন্তু নিজের ইনিংসটিকে বড় করতে পারেননি ডানহাতি ওপেনার। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া আবু জায়েদ রাহীর বলে বোল্ড হন ১০৪ বলে ৬ বাউন্ডারিতে ৫১ রান করা শামসুর।

১৩৬ রানে সাজঘরের পথ ধরেন তাইবুর রহমান (১৩)। ১৩৬ থেকে ১৬৯, স্কোরবোর্ডে ৩৩ রান তুলতেই ৫ উইকেট হারায় শিরোপা প্রত্যাশীরা। একে একে সাজঘরে ফেরেন শুভাগত হোম (৫), মার্শাল আইয়ুব (৩৫), জাকির আলী (৬), মোশাররফ হোসেন রুবেল (৪) ও মোহাম্মদ শরীফ (৪)।
 


ম্যাচের একটি দৃশ্য। ছবি : আব্দুল্লাহ আল মামুন


দশম উইকেটে ২৯ রান যোগ করে দলীয় স্কোর দুই শ’র কাছাকাছি নিয়ে যান তানভীর হায়দার ও শহীদুল ইসলাম। শেষ ব্যাটসম্যান হিসেবে শহীদুল (১০) আউট হলে ১৯৮ রানে গুটিয়ে যায় ওয়ালটনের দ্বিতীয় ইনিংস। ২৭ রানে অপরাজিত থাকেন তানভীর হায়দার।

বল হাতে ৩টি করে উইকেট নেন আবুল হাসান ও সাকলায়েন সজীব। ২টি করে উইকেট নেন আবু জায়েদ ও ইবাদত হোসেন।

৫৬ রানের সহজ টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস শুরুতেই ফিরে যান। স্পিনার শামসুর রহমান শুভর বলে ৬ রানে মার্শালের হাতে ক্যাচ দেন লিটন। এরপর ইসলামী ব্যাংককে ফিরে তাকাতে হয়নি। ১৩.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। জাকির হাসান ৩৯ বলে ৫ বাউন্ডারিতে ৩৩ রান করেন। মেহেদী মারুফের ব্যাট থেকে আসে ১৪ রান।

দ্বিতীয় ইনিংসে হতাশ করলেও প্রথম ইনিংসে ২১৯ রানের নজরকাড়া ইনিংস খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন লিটন কুমার দাস।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়