ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমেছে ৮৯৩ জন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমেছে ৮৯৩ জন

নিজস্ব প্রতিবেদক: সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ১ হাজার ২০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯৯ জন ঢাকায় এবং ৬০১ জন ঢাকার বাইরে। 

গত ২৪ ঘন্টার তুলনায় ভর্তি রোগী কমেছে ৮৯৩ জন।

তার আগের ২৪ ঘন্টায় ২ হাজার ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৫১ জন ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ৪৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ জন। বর্তমানে ৭ হাজার ৫৪৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারা গেছেন ৪০ জন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৯/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়