ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হিন্দিকে রাষ্ট্রভাষা করার দাবি বিজেপি সভাপতির

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিন্দিকে রাষ্ট্রভাষা করার দাবি বিজেপি সভাপতির

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ হিন্দিকে ভারতের রাষ্ট্রীয় ভাষা করার দাবি জানিয়েছেন।  শনিবার দিল্লিতে ‘হিন্দি দিবস’ পালন উপলক্ষে এক টুইটে তিনি এ দাবি জানিয়েছেন।

অমিত লিখেছেন, ‘হিন্দি ভাষাই ভারতের ঐক্য ধরে রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষির এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন এই ভাষাতেই।’

ভারতের সব ভাষারই ‘স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য ও তাৎপর্য রয়েছে’ স্বীকার করলেও বিজেপি সভাপতি বলেন, ‘ভারতে বহু ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। কিন্তু বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনো ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।’

আরেকটি টুইটে অমিত মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষা ব্যবহার বাড়ানোর উপর জোর দেন।

তিনি লিখেছেন,‘আজ হিন্দি দিবস। এই দিনে মাতৃভাষার পাশাপাশি হিন্দির ব্যবহার বাড়ানোর জন্য আমি আপামর দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ, সেটাই মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভাই প্যাটেলের স্বপ্ন ছিল। হিন্দি দিবসের শুভেচ্ছা রইল।’

ভারতের সরকারি দাপ্তরিক ভাষা হিন্দি ও ইংরেজি। এছাড়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২২ টি রাজ্যের আঞ্চলিক ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে দেশটির কোনো জাতীয় ভাষা নেই।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়