ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হেলিকপ্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেলিকপ্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি : আগাম বন্যায় কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে রয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার দুপুর ২টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি মিঠামইনে পৌঁছার পর ক্ষতিগ্রস্ত হাওরের ওপর দিয়ে উড়ে যায়। এ সময় রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর দেখেন।

রাষ্ট্রপতির সঙ্গে হেলিকপ্টারে ছিলেন তার বড় ছেলে ও স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক, ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন ও কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।



হাওর পরিদর্শন শেষে মিঠামইন উপজেলার হেলিপ্যাডে অবতরণের পর দুপুর  আড়াইটার দিকে তিনি জেলা পরিষদের ডাকবাংলোয় যান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সোমবার দুপুর ১২টায় তিনি মিঠামইন থেকে সুনামগঞ্জের উদ্দেশে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন। দুপুর ২টায় সুনামগঞ্জ অবতরণের আগে রাষ্ট্রপতি ওই জেলার ক্ষতিগ্রন্ত হাওর এলাকা পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৭টায় তিনি সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত হবেন। সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে রাত যাপনের পর মঙ্গলবার  হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যাবেন।




রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১৬ এপ্রিল ২০১৭/রুমন চক্রবর্তী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়