ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হোসি কুনিও হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোসি কুনিও হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলার রায় আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রোববার সকালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার রায় ঘোষণার এই দিন ধার্য করেন। এ মামলায় বাদী পক্ষে ৫৫ জন এবং আসামি পক্ষে একজন সাক্ষ্য দিয়েছেন।

সরকার পক্ষের আইনজীবী (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, গত ১৪ ফেব্রুয়ারি আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মণ্ডল আদালতে সাফাই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সাক্ষ্য গ্রহণের পর্ব শেষ হয়। রোববার যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রমের যাবতীয় পর্ব শেষ হয়।

এ মামলায় জেএমবির ৮ জঙ্গির বিরুদ্ধে গত ৭ আগস্ট অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী। আসামিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচ জঙ্গি কারাগারে আছে। বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছেন। এই মামলার অপর দুই আসামির মধ্যে ৫ জানুয়ারি সাদ্দাম হোসেন ঢাকায় এবং অপর আসামি নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত বছরের ১ আগস্ট রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফতাব হোসেন ও আবুল হোসেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিওকে  কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় গুলি করে হত্যা করা হয়।


রাইজিংবিডি/রংপুর/১৯ ফেব্রুয়ারি ২০১৭/নজরুল মৃধা/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়