ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

১ জানুয়ারি জবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১ জানুয়ারি জবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস ১ জানুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

এবার পাঁচটি ইউনিটের অধীনে ছয়টি অনুষদের ২ হাজার ৭৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে একযোগে ক্লাস শুরু হবে। এর আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে, গত ১৭ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি রয়েছে। ছুটি শেষে ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর ৩১ ডিসেম্বর, রোববার থেকে যথারীতি শুরু হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/আশরাফুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়