ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১০ মণ জাটকাসহ ২৮ জেলে আটক

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ মণ জাটকাসহ ২৮ জেলে আটক

ফাইল ফটো

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের উপকূলে জাটকা ইলিশ শিকার ও অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশের অভিযোগে তিনটি ট্রলারসহ ২৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার রাতে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ‘মাঝের চর’ এলাকা ১০ মণ জাটকাসহ ট্রলারগুলো আটক করা হয়। আটক ২৮ জেলে এবং জব্দকৃত জাটকা আজ মঙ্গলবার সকালে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনে হস্তান্তর করেছে কোস্টগার্ডের সদস্যরা।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাস-পারমিট ছাড়া অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ এবং জাটকা শিকার করায় ২৮ জেলেকে আটক করা হয়েছে।

জব্দকৃত জাটকাসহ ট্রলার ও জেলেদের শরণখোলায় আনা হয়েছে। জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তাদের বাড়ি পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।



রাইজিংবিডি/বাগেরহাট/৭ ফেব্রুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়