ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১২ দফা দাবিতে সাতক্ষীরায় পণ্য পরিবহন ধর্মঘট চলছে

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২ দফা দাবিতে সাতক্ষীরায় পণ্য পরিবহন ধর্মঘট চলছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।

২১ জেলায় ১২ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে সাতক্ষীরা পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ একাত্মতা ঘোষণা করেছে। সোমবার থেকে শুরু হওয়া এ ধর্মঘটে ভোমরা স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী শত শত ট্রাক।

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শওকাত আলী জানান, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন সাড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক ভোমরা স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে মালামাল নিয়ে যায়। পণ্য পরিবহন ধর্মঘটের ফলে তা বন্ধ রয়েছে। এর মধ্যে অনেক কাঁচামালও আটকা পড়েছে। দ্রুত সংকট নিরসন না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২৪ জানুয়ারি ২০১৭/এম.শাহীন গোলদার/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়