ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৬৮ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬৮ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের একটি বিমানবন্দরে ১৬৮ যাত্রী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে যাত্রীবাহী একটি বিমান। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার মধ্যরাতে পেগাসাস এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে যাত্রী নিয়ে উড়াল দিয়ে কৃষ্ণ সাগরের উপকূলে ত্রাবজোন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি সাগরতীরে গিয়ে আটকে যায়।

প্রাদেশিক গভর্নর ইয়ুসেল ইয়াভুজ বলেছেন, বিমানের সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ অনুসদ্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তদন্তের স্বার্থে কয়েক ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়। 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, বিমানটি নিয়ন্ত্রণহীন হওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, খাদের কিনারে মাটির বাঁধের ওপর পানির দিকে মুখ অবস্থায় পড়ে আছে বিমানটি।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়