ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ৩১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সচিবালয় প্রতিবেদক : ২ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হচ্ছে সৃজনশীল প্রশ্নপত্রে এসএসসি ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি বিষয়ে জানানো হয় সংবাদ সম্মেলনে।

শিক্ষামন্ত্রী জানান, এবার (২০১৭) এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। এর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র আর ছাত্রী হলো ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন। এবার সারা দেশে ২৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট পরীক্ষা কেন্দ্র হলো ৩ হাজার ২৩৬টি।

তিনি বলেন, ‘পরীক্ষা অনুষ্ঠানে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ নেই। কোচিং সেন্টার, বিজি প্রেসসহ সন্দেহজনক সবখানে আমাদের আগে থেকেই গোয়েন্দা নজরদারি রয়েছে। প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশা করছি নকলমুক্ত, প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পারব।’

মন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন। এবার এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন আর ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ২১২ জন।

সংবাদ সম্মেলনে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দুই সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/হাসান/এসএন/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়