ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২ বছর পর উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ বছর পর উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : দুই বছর বন্ধ থাকার পর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উৎপাদনে ফিরছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

যান্ত্রিক ত্রুটির কারণে ২০১৫ সালের ৩১ জানুয়ারি এই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ইতালিয়ান কোম্পানির মাধ্যমে দুদফা মেরামত শেষে আগামী ৭ ফেব্রুয়ারি কারখানাটি উৎপাদনে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে সম্পূর্ণ নতুন কুলিং টাওয়ার প্রতিস্থাপন এবং ইউরিয়া রিঅ্যাক্টর রিলাইনিং করা হয়েছে। কারখানাটি চালু হলে দৈনিক দেড় হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে।

 

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল করিম/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়