ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাস্টমস মেরিট অ্যাওয়ার্ড লাভ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাস্টমস মেরিট অ্যাওয়ার্ড লাভ

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড লাভ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব  ও  জাতীয় রাজস্ব বোর্ডের (এন‌বিআর)  চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ ১৩ কর্মকর্তা ও সাত স্টেকহোল্ডার।

রাজস্ব আহর‌ণে সহ‌যো‌গিতা ও অবদান রাখায় তাদেরকে এই স্বীকৃতি দেওয়া হলো।

এনবিআর চেয়ারম্যান ছাড়া ১২ কর্মকর্তা হলেন, এনবিআরের প্রথম সচিব (শুল্ক) এম ফখরুল আলম, কাস্টমস হাউস আইসিডির যুগ্ম কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন, শুল্কের ২য় সচিব মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, উপ-কমিশনার চপল চাকমা, উপ-কমিশনার মোছা: শামীমা জেসমিন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ইমাম গাজ্জালি, সহকারি কমিশনার (যশোর) নূরুল বাসির, সহকারি কমিশনার (ঢাকা) সেগুফতা মাহজাবীন, সহকারি কমিশনার (সিআইসি) রেজাউল করিম, রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারি রাজস্ব কর্মকর্তা হামিদুল হক (মরনোত্তর), সহকারী রাজস্ব কর্মকর্তা (ভ্যাট) বরুণ রায়।

পুরস্কারপ্রাপ্ত প্র‌তিষ্ঠান‌গু‌লো হ‌লো এটর্নি জেনা‌রে‌লের অ‌ফিস, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলা‌দেশ (বিজিবি), বাংলা‌দেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, এফবিসিসিআই ও  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়