ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা : থানায় অবস্থান কর্মসূচি

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা : থানায় অবস্থান কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলার ২১ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এর প্রতিবাদে স্বেচ্ছায় কারাবরণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ওই সাংবাদিকরা।

সোমবার বিকেল ৩টার দিকে সাতক্ষীরা সদর থানার ভেতরের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, গত ৩০ মে প্রেসক্লাবের বহিষ্কৃত চার সদস্যের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে তিনি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন সাংবাদিক গুরুতর আহত হন।

তিনি বলেন, এ ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরং সিনিয়র সাংবাদিকদের ওপর হামলাকারী বহিরাগত সন্ত্রাসী মনিরুজ্জামান তুহিন বাদী হয়ে ২ জুন প্রেসক্লাবের সিনিয়র ২১ জন সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। পুলিশ সেই মামলা রেকর্ডও করেছে। তাই মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণের জন্য সাংবাদিকরা থানায় অবস্থান কর্মসূচি পালন করছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/৩ জুন ২০১৯/শাহীন গোলদার/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়