ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী সংবাদদাতা : ফেনী শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে শহরের মহিপাল এলাকা থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. গাজী (৩৬)। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর থানার মেঘার পটল গ্রামের বাসিন্দা।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে র‌্যাবের সদস্যরা বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ২০ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. গাজীকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার মূল্য কোটি টাকার বেশি। জিজ্ঞাসাবাদে মো. গাজী জানান, তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছেন। 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


রাইজিংবিডি/ফেনী/১১ জুলাই ২০১৯/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়