ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

২৩ আগস্টের ঘটনায় সেনাবাহিনী দায়ী নয়

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৩ আগস্টের ঘটনায় সেনাবাহিনী দায়ী নয়

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, ২০০৭ সালের ২৩ আগস্টের ঘটনায় সেনাবাহিনী দায়ী নয় বরং সেদিন কর্তৃপক্ষের দায়িত্বের ঘাটতি ছিল।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। 

উপাচার্য বলেন, সেনাবাহিনী সবসময় সহায়তা করেছে। তবে ছাত্রদের ন্যায়সঙ্গত বক্তব্য নেয়নি কর্তৃপক্ষ। এঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, ঢাবিতে হামলার কালো অধ্যায়ের বিচার হতে হবে। শিক্ষকরা ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সমর্থন না করে সেটাকে ভিন্ন ট্যাগ দেন। এটা ন্যাক্কারজনক।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর হামলার ঘটনার স্মরণে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়ে থাকে।


রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৯/ইয়ামিন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়