ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৩ ও ২৪ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৩ ও ২৪ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : আগামী ২০ সেপ্টেম্বর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। ওই দিন দুপুর ২টা থেকে ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপপরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল মাহামুদ রুমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ‘’ তে পাওয়া যাবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট এবং ২৪ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ইউনিটের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য অফিস চলাকালীন ‘ক’ ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৫, ‘খ’ ইউনিট-০১৮৭৭৭১৭৩৭৬, ‘গ’ ইউনিট-০১৮৭৭৭১৭৩৭৭ এই হেল্পলাইন নম্বরসমূহে পাওয়া যাবে। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ২২টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ হতে নতুন ২টি বিভাগ সংযোজিত হয়েছে, যার একটি ‘ইতিহাস ও সভ্যতা বিভাগ’ এবং অন্যটি ‘পরিসংখ্যান বিভাগ’।



রাইজিংবিডি/বরিশাল/১৭ সেপ্টেম্বর ২০১৮/জে.খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়