ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সামনে চ্যালেঞ্জ দুটো। এক, হাটের বর্জ্য অপসারণ করা, দুই কোরবানির বর্জ্য অপসারণ করা। 

তিনি বলেন, আমরা আগে কাজ করতে চাই। তাই এতদিন কোনো সময় বলিনি। তবে আমরা আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যে অন্তত শহরে কোরবানি হওয়া পশুর বজ্য অপসারণ করে ফেলব।

সোমবার রাজধানীর উত্তরায় বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘কিছু ওয়ার্ড থেকে আমরা এরই মধ্যে খবর পাচ্ছি যে, বর্জ্য অপসারণ প্রায় শেষ। বিকেলের মধ্যেই বেশিরভাগ ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়ে যাবে।’ 

ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনজুর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়