ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুন না হওয়া যে দেশে বিরল ঘটনা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুন না হওয়া যে দেশে বিরল ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : যে দেশে গড়ে ১০টি খুন হওয়া নৈমিত্তিক ঘটনা, সেই দেশে বুধবার ২৪ ঘণ্টায় একটি খুনও হয়নি । মধ্য আমেরিকার দেশ এল সালভেদরের জন্য এটি বিরল ঘটনা বলে জানিয়েছে বিবিসি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে হত্যাকাণ্ডের হার সবচেয়ে বেশি এল সালভেদরে।চলতি বছরে প্রতিদিন অন্তত দশজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে দেশটিতে। বেশিরভাগ হত্যাকাণ্ড বা সহিংসতার ঘটনা ঘটায় স্থানীয়ভাবে 'মারাস' নামে পরিচিত কয়েকটি অপরাধী গ্যাং। পুরো মধ্য আমেরিকাতেই এই গ্যাংগুলোর কর্মকান্ড পরিচালিত হয়।

পুলিশ কমিশনার হাওয়ার্ড কটটো বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবার দেশের কোথাও কোনো হত্যার ঘটনা ঘটেনি। তবে একটিমাত্র দিন কেন কোনও সহিংসতার ঘটনা ঘটেনি সে বিষয়ে কোনও ব্যাখ্যা এখনও পায়নি পুলিশ।

আশির দশকে গৃহযুদ্ধ থেকে বাঁচতে এল সালভেদর থেকে অনেকে যুক্তরাষ্ট্রে চলে যান। এসব শরণার্থীদের সন্তান বেড়ে উঠেছিল অ্যাঞ্জেলসের রাস্তায়। ১৯৯২ সালে যুদ্ধ শেষ হলে অনেকেই দেশে ফিরে যান। কিন্তু সঙ্গে নিয়ে যান লস অ্যাঞ্জেলসের গ্যাংস্টার সংস্কৃতি। দেশে ফিরে এদের অনেকে গড়ে তোলে মাদক চোরাকারবারি গ্যাং।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ