ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৫ জুলাই ভোটার তালিকা হালনাগাদ শুরু

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ জুলাই ভোটার তালিকা হালনাগাদ শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ জুলাই থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জানান, আগামী ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের জন্য এ সময় তথ্য সংগ্রহকারীগণ মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করবেন।

তিনি বলেন, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০০ বা তার পূর্বে অর্থাৎ ১ জানুয়ারি ২০১৮ তারিখে যাদের বয়স ১৮ বা তদূর্ধ্ব কিন্তু ভোটার হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন, শুধু তাদেরকে ভোটার তালিকাভুক্ত করার জন্য তথ্য সংগ্রহ করা হবে।

হালনাগাদের সময় ভোটারের ঠিকানা স্থানান্তরের কাজও চলবে। যারা আবাসস্থল স্থানান্তর করেছেন তাদেরকে নতুন ঠিকানায় ভোটার স্থানান্তরের জন্য ফরম পূরণ করে যে ঠিকানায় স্থানান্তর হতে চান সে এলাকার সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় দলিলাদিসহ জমা দিতে হবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়