ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বগির দুটি চাকা মেরামতের পর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে একটি বগির দুটি চাকা লাইনচ্যূত হয়। এতে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়সহ বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, ট্রেন সেতুতে উঠার আগ-মূহূর্তে দুটি চাকা লাইনচ্যূত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

পরে রেলওয়ে প্রকৌশলীদের তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যূত বগিটি লাইনে তোলা সম্ভব হলে বিকেল সাড়ে ৪টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।


রাইজিংবিডি/টাঙ্গাইল/৯ আগস্ট ২০১৯/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়