ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

৩৭ ইনিংস পর রায়নার ফিফটি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৭ ইনিংস পর রায়নার ফিফটি

ছয় বছর পর ফিফটি পেলেন সুরেশ রায়না

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে গত বছরের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন না সুরেশ রায়না। ১০ মাস পর দলে ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। কানপুরে প্রথম ম্যাচে ৩৪ রান করলেও নাগপুরে দ্বিতীয় ম্যাচে ৭ রান করেই আউট হয়ে গিয়েছিলেন।

বাঁহাতি ব্যাটসম্যান বেঙ্গালুরুতে আজ শেষ ম্যাচে করলেন দারুণ এক ফিফটি। ৪৫ বলে ৫টি ছক্কা ও ২টি চারে করেছেন ৬৩ রান। ২০১০ সালের পর এই প্রথম টি-টোয়েন্টিতে ফিফটি পেলেন ৩০ বছর বয়সি ব্যাটসম্যান। ইনিংসের হিসাবে ৩৭ ইনিংস পর।

২০১০ সালের জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৭২ করেছিলেন রায়না। এর পরের ৩৭ ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৪৯, ২০১৬ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অবশেষে প্রত্যাবর্তনের সিরিজে পেলেন ফিফটির দেখা।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়