ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩৭ কেজি সোনা উদ্ধার

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৭ কেজি সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে ৩২০ পিস সোনার বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

আজ বুধবার দুপুরে বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। এই সোনার ওজন ৩৭ কেজি। যার মূল্য ১৬ কোটি টাকা।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান জানান, সীমারক্ষা বাহিনী বিজিবির সুলতানপুর ক্যাম্পের কমান্ডার বীরেন্দ্র সেন গোপন সংবাদে জানতে পারেন, দুপুরে বিপুল পরিমাণ সোনাসহ তিনজন পাচারকারী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত দিয়ে ভারতের বিজয়পুর প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে বীরেন্দ্র সেন টহল দল নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় তিনজনকে দেখে চ্যালেঞ্জ করলে তারা মাথাভাঙ্গা নদীতে তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নদী থেকে ব্যাগ উদ্ধার করে বিজিবির সদস্যরা। 

তারা ব্যাগ ভেতর থেকে ৩২০ পিস সোনার বার উদ্ধার করে। এর ওজন ৩৬ কেজি ৯২৮ গ্রাম।



রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৫ এপ্রিল ২০১৮/এম এ মামুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়