ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩৭ হাজার দপ্তরির চাকরি জাতীয়করণের দাবি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ১২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৭ হাজার দপ্তরির চাকরি জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক :  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী, আউটসোর্সিং নীতিমালায় চুক্তিভিত্তিক অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ৩৭ হাজার চাকরিজীবীর চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সমিতি।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সমিতির সভাপতি মো. মামুন সরদার বলেন, গত ২৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরীদের চাকরি স্থায়ীকরণের কোনো নিশ্চয়তা নেই। এমনটি হলে আমরা ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী অনিশ্চয়তার মধ্যে পড়ব।

এ সময় তারা চাকরি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করাসহ দাবি আদায় না হলে পরে 'এক দফা এক দাবি' কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ।




রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৯/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়