ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪০০ শিক্ষার্থীর হাতে পরিবেশবান্ধব গাছ

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০০ শিক্ষার্থীর হাতে পরিবেশবান্ধব গাছ

শিক্ষার্থীদের হাতে পরিবেশ বান্ধ গাছ

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা  : বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থীর হাতে  ফলদ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব গাছ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

এর আগে ‘বায়ু দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যত গড়ি’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জের প্রধান  সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত প্রমুখ।



রাইজিংবিডি/কালীগঞ্জ/২০ জুন ২০১৯/রফিক সরকার/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়