ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৫ দিনের রিমান্ডে কারা পরিদর্শক সোহেল রানা

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫ দিনের রিমান্ডে কারা পরিদর্শক সোহেল রানা

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে গ্রেপ্তার করা চট্টগ্রাম কারাগারের কারা পরিদর্শক সোহেল রানা বিশ্বাসকে মানি লন্ডারিং মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে দুদক।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সকালে কিশোরগঞ্জ কারাগার থেকে সোহেল রানা বিশ্বাসকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে দুদকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।  মাদক মামলায় গত সোমবার তাকে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

২৬ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে মাদক ও বিপুল পরিমাণ টাকাসহ চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ।



রাইজিংবিডি/কিশোরগঞ্জ/৬ নভেম্বর ২০১৮/রুমন চক্রবর্তী/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়