ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫২ বছরের রেকর্ড ভাঙলেন পূজারা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫২ বছরের রেকর্ড ভাঙলেন পূজারা

শট খেলছেন চেতেশ্বর পূজারা

ক্রীড়া ডেস্ক : নিজের সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। সেই ফর্মটা হায়দরাবাদ টেস্টেও টেনে আনলেন চেতেশ্বর পূজারা। যদিও ১৭ রানের জন্য সেঞ্চুরি পাননি, আউট হয়েছেন ৮৩ রানে।

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে এই ইনিংস খেলার পথেই ৫২ বছর পুরোনো একটি রেকর্ড ভেঙেছেন পূজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় মৌসুমে সবচেয়ে বেশি রান যে এখন তারই।

১৯৬৪-৬৫ মৌসুমে ২৮ ইনিংসে ছয় সেঞ্চুরিতে ১৬০৪ রান করেছিলেন চাঁদু বোর্দে। পূজারা বোর্দেকে ছাড়িয়ে গেলেন ২১ ইনিংসেই। ২০১৬-১৭ মৌসুমে ছয় সেঞ্চুরিতে পূজারার রান এখন ১৬০৫।

এ তালিকায় তৃতীয় স্থানেও আছেন পূজারা। ২০১২-১৩ মৌসুমে ২৩ ইনিংসে পাঁচ সেঞ্চুরিতে তিনি করেছিলেন ১৫৮৫ রান।



রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়