ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৬০০০ রানের মাইলফলকে ইমরুল

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬০০০ রানের মাইলফলকে ইমরুল

ক্রীড়া প্রতিবেদক : ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লংগার ভার্সন ক্রিকেট বিসিএলের শেষ রাউন্ডে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েস। মঙ্গলবার ৫১ রানে অপরাজিত ইমরুল কায়েস বুধবার আবু নাসের স্টেডিয়ামে সেঞ্চুরি পেয়ে যান। এই ম্যাচেই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছান।

এই ম্যাচে নামার আগে ইমরুলের রান ছিল ৫ হাজার ৯৯৮ রান। মাত্র ২ রান দরকার ছিল ৬ হাজার রানে পৌছাতে। মঙ্গলবার ম্যাচের প্রথম দিনেই সেই মাইলফলকে পৌঁছে যান তিনি। বুধবার সেই ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করলেন। এনামুল হক বিজয়ের সাথে ১৮৪ রানের জুটি গড়ে বিসিবি নর্থ জোনের বিপক্ষে বড় লিড এনে দেন এই দু’জনই। সেঞ্চুরিতে পৌঁছানোর পর ১০৭ রানে আউট হয়ে যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন তার মোট সংগ্রহ ৬ হাজার ১০৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ইমরুল কায়েসের ১৭তম শতক। পাশাপাশি ২০টি অর্ধশতকও আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ সাউথ জোনে তার সতীর্থ তুষার ইমরানের। কিছুদিন আগে তিনি পৌঁছেছেন ১০ হাজার রানের মাইলফলকে।



রাইজিংবিডি/খুলনা/২৫ এপ্রিল ২০১৮/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়