ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৭ উইকেট নিয়ে ইতিহাস পার্ট-টাইমারের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ উইকেট নিয়ে ইতিহাস পার্ট-টাইমারের

ক্রীড়া ডেস্ক : কলিন অ্যাকারমান যখন ম্যাচটা খেলতে নামলেন, ৯০ টি-টোয়েন্টি ম্যাচে তার নামের পাশে মাত্র ৩১ উইকেট। সেই তিনিই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ডের মালিক!

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি কাপে বুধবার লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ারসের বিপক্ষে চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন অ্যাকারমান।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০ জনের বেশি বোলার এক ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। তবে   অ্যাকারমানের আগে ৭ উইকেট পাননি আর কেউই!

অ্যাকারমান মূলত ব্যাটসম্যান। পার্ট-টাইমার হিসেবে অফ স্পিন বোলিংটাও করেন। সেই পার্ট-টাইমারই গড়লেন ইতিহাস।

নিজের প্রথম দুই ওভারে অ্যাকারমান উইকেট পেয়েছিলেন মাত্র একটি। শেষ ৬ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে বার্মিংহামের দরকার ছিল ৭২ রান। এরপরই শুরু অ্যাকারমানের ম্যাজিক।

নিজের পরপর দুই ওভারে অ্যাকারমান তুলে নেন ৬ উইকেট! প্রতি ওভারে পেয়েছেন ৩টি করে উইকেট, কোনো হ্যাটট্রিক অবশ্য হয়নি। বার্মিংহাম ম্যাচটা হেরে যায় ৫৫ রানে।

টি-টোয়েন্টিতে আগের সেরা বোলিং ছিল আরুল সুপিয়াহর। ২০১১ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে সমারসেটের হয়ে গ্লামরগনের বিপক্ষে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এবার প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে অ্যাকারমান গড়লেন ইতিহাস।


রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৯/পরাগ/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়