ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৭ দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সোমবার

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সোমবার

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ সংস্কারসহ সাত দফা দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সিলেট বিভাগের পরিবহন শ্রমিকরা। সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলবে।

শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি পালনের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির নেতারা।

কর্মসূচি সফল করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহন সড়কে বের না করতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক সজিব আলী। বক্তব্যে তিনি তাদের সাত দফা দাবিগুলো তুলে ধরেন।

তাদের দাবিগুলো হচ্ছে- শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ধারা ৩০২ এর স্থলে ৩০৪ করতে হবে; সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১০৫ ধারায় জরিমানা পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার করতে হবে;  এক জেলার গাড়ি অন্য জেলায় রিকুইজিশন করা যাবে না; সড়ক মহাসড়কে চেকিং এর নামে যত্রতত্র গাড়ি থামিয়ে পুলিশি হয়রানি; কথায় কথায় পুলিশ কর্তৃক রং পার্কিং-এর নামে হয়রানি; রেকারিং-এর নামে পুলিশের চাঁদাবাজি ও সেতুতে টোল আদায় বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সিলেট বিভাগীয় শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকসহ নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/সিলেট/২৭ এপ্রিল ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়