ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৭ মার্চ শেখ হাসিনার নির্বাচনী গাইডলাইন পেয়ে যাবে তৃণমূল

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ মার্চ শেখ হাসিনার নির্বাচনী গাইডলাইন পেয়ে যাবে তৃণমূল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ইলেকশনের আগে ঢাকা সিটিতে আমরা এত বড় জনসভা আর করতে পারব না। তাই এই জনসভাকে  সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সভায় ইউনিয়ন-ওয়ার্ডের নেতারা আসবেন, তারা নেত্রীর বক্তব্য থেকে আগামী এক বছরের একটা গাইডলাইন পেয়ে যাবে। সেটা মনে রেখেই সর্বস্তরের নেতাকর্মীকে নিয়ে আসতে হবে।

বোরবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এক সভায় তিনি এ কথা বলেন।

ঐতিহাসিক ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দলের জনসভা সফল করার লক্ষ্যে এ সভা হবে।

ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ভাষণই তো স্বাধীনতার আসল ঘোষণা। কাজেই এর স্পিরিট আমরা তৃণমূলে ছড়িয়ে দিতে চাই।

৭ মার্চের জনসভা সফল করার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে নির্দিষ্ট করে দায়িত্ব দেন ওবায়দুল কাদের। পাশাপাশি জেলা নেতারাও সভা সফল করার লক্ষ্যে কিছু পরামর্শ ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

দেশের অর্ধেক ভোটার নারী, সেই বিষয়টি মাথায় রেখে জনসভায় নারীদের উপস্থিতি বাড়ানোর কথাও বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আবদুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা। ঢাকার পার্শ্ববর্তী জেলার আওয়ামী লীগ নেতা, দলীয় সংসদ সদস্য, ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও সভায় অংশ নেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৮/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়