ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৭০ শতাংশ ছাড়ে ওয়েবসাইট

আমিনুর রহমান হৃদয় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭০ শতাংশ ছাড়ে ওয়েবসাইট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠনগুলোর ওয়েবসাইট ৭০ শতাংশ মূল্যছাড়ে তৈরি করে দিচ্ছে ওয়েবসাইট ও সফটওয়্যার ডেভেলপমেন্টকারী প্রতিষ্ঠান বিডিআইটি জোন।

এ প্রসঙ্গে বিডিআইটি জোনের পরিচালক ইফতেখার হোসেন পাপ্পু বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন পছন্দ করি। তাদের কাজগুলো সমাজের উন্নয়ন ও অসহায় মানুষের জন্য।’

তিনি বলেন, ‘৭০ শতাংশ ছাড় দেয়ার কারণ হচ্ছে, স্বেচ্ছাসেবী বা সমাজসেবামূলক অনেক সংগঠন বেশি টাকা খরচের ভয়ে তাদের ওয়েবসাইট ও সফটওয়্যার ডেভেলপমেন্ট করায় না। তারা যেন তাদের ভালো কাজগুলো সারাদেশ ও বিদেশে ছড়িয়ে দিতে পারে এ জন্য আমাদের প্রতিষ্ঠান ৭০ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

বিডিআইটি জোনের পরিচালক আরো বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও মোবাইল সফটওয়্যার তৈরির সার্ভিস দিচ্ছি মাত্র ৩ হাজার ৫০০ টাকার মধ্যে। আমরা ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিতে পারব। ৩ হাজার ৫০০ টাকায় ১টি ডোমেইন+১ জিবি হোস্টিং+ওয়েব  ডেভেপলপমেন্ট+১টি ওয়েব অ্যান্ড্রয়েড অ্যাপসের সঙ্গে আমরা সফটওয়্যারটি গুগল প্লে স্টোরে পাবলিশড করে দিব।’

যারা সমাজের মানুষের জন্য কাজ করছে তাদের জন্য বিডিআইটি জোন কিছু করতে পারলে ভালো লাগবে বলে জানান তিনি।

ইফতেখার হোসেন পাপ্পু বলেন, ‘সব কিছু মিলিয়েই আমরা চাই সমাজসেবা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আইটি সাপোর্ট দিতে। আমাদের কোনো হিডেন রিকুয়ারমেন্ট নেই। আমরা ডিরেক্ট ৭০% ছাড় দিচ্ছি।’ ভিজিট: , ইমেইল : [email protected]




রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়