ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৮০ বছর পর ক্ষমা প্রার্থনা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮০ বছর পর ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিলুন শহরে বোমা ফেলার ঘটনায় ৮০ বছর পর পোল্যান্ডের কাছে ক্ষমা চাইল জার্মানি। রোববার পোল্যান্ডের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে জার্মান প্রেসিডেন্ট স্টেইনমিয়ার এ ক্ষমা প্রার্থনা করেন।

জার্মান ও পোলিশ উভয় ভাষাতেই স্টেইনমিয়ার বলেন, ‘ভিলুনে হামলার শিকারদের সামনে আমি আমার মাথা অবনত করছি। আমি জার্মানির টাইরানিতে পোলিশ ভুক্তভোগীদের সামনে মাথা অবনত করছি। আমি ক্ষমা প্রার্থনা করছি।’

১৯৩৯ সালের ১লা সেপ্টেম্বর পোল্যান্ড ভিলুন শহরে বোমা ফেলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে জার্মানি। যুদ্ধে পোল্যান্ডকে কিছু ভয়াবহ নৃশংস পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশ্বযুদ্ধে নিহত পাঁচ কোটি মানুষের মধ্যে ৬০ লাখই পোল্যান্ডের ছিল। আবার নিহত পাঁচ কোটি মানুষের মধ্যে ৬০ লাখ ইহুদিও ছিল। এদের অর্ধেক ছিল পোল্যান্ডের নাগরিক।

১ লা সেপ্টেম্বর সেই হামলার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত স্টেইনমিয়ার বলেন, ‘পোল্যান্ডে জার্মানিরাই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল।...আমরা কখনো ভুলবো না। আমরা মনে রাখতে চাই এবং আমরা মনে রাখব।’

স্টেইনমিয়ারের বক্তব্যকে স্বাগত জানিয়ে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ‘আমি সন্তুষ্ট যে এই অনুষ্ঠান পোলিশ-জার্মান বন্ধুত্বের ইতিহাস হয়ে থাকবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়