ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৯ দফা দাবিতে কালো পতাকা মিছিল

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ দফা দাবিতে কালো পতাকা মিছিল

অর্থনৈতিক প্রতিবেদক : সাভারের চামড়া শিল্পনগরীতে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের সংযোগ দেওয়াসহ ৯ দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে ট্যানারি মালিক-শ্রমিকদের সমন্বয়ে গঠিত চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ।

পূর্ব ঘেষাণা অনুযায়ী বুধবার রাজধানীর হাজারীবাগে কয়েক হাজার শ্রমিক কাল পতাকা নিয়ে মিছিল করে। মিছিলটি হাজারীবাগের বিভিন্ন এলাকা ঘুরে ট্যানারি মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

মিছিল শেষে ট্যানারি মালিকরা বলেন, দেশের দ্বিতীয় রপ্তানি আয় অর্জনকারী এ চামড়া শিল্প ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যাতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও কিছু পরিবেশবাদী সংগঠনের লোক রয়েছে। আদালতে মিথ্যা তথ্য দিয়ে তারা চামড়া শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।

তারা বলেন, এখন আমাদের ট্যানারিতে উৎপাদন বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানিও বন্ধ। এভাবে চলতে থাকলে এ শিল্প টিকবে না।



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়