ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৯ বছর পর বরিশালে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ বছর পর বরিশালে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ

জে. খান স্বপন : দীর্ঘ নয় বছর পর বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে উদ্বোধন করা হলো ওয়ালটন ২০ তম জাতীয় ক্রিকেট লিগ। আজ সোমবার বেলা ১১ টায় খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠিত হলেও মাঠ ভেজা থাকায় বরিশাল ও রাজশাহী বিভাগের প্রথম দিনের খেলা পরিত্যাক্ত ঘোষনা করা হয়। তবে সবকিছু অনুকূলে থাকলে আগামীকাল দ্বিতীয় দিনে দু’দল মাঠে নামতে পাওে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলো।

এদিকে দীর্ঘ ৯ বছর পর বরিশাল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে এমন সংবাদের ভিত্তিতে দর্শকরা সকাল থেকেই গ্যালারীতে ভীর জমায়। তাবে আজকের (সোমবারের) খেলা পরিত্যাক্ত ঘোষনা করায় দুপুরের পর গ্যালারী ছাড়তে শুরু করেন দর্শকরা।

বরিশালে ওয়ালটন ২০ তম জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ কমিশনার মোশারফ হোসেন, ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আলমগীর খান আলো। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আলমগীর খান আলো বলেন, ‘মাঠ ভেজা থাকার কারনে আজ (সোমবার) নয়, আগামীকাল (মঙ্গলবার) থেকে তিন দিন বরিশাল বনাম রাজশাহীর মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০০৯ সালের আগে বরিশাল স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগ এর খেলা অনুষ্ঠিত হয়েছিল। এর পর জাতীয় লীগ এর আসর বসলেও এর কোন ভেন্যু বরিশালে রাখা হয়নি। বরিশালে উন্নত মানের হোটেল, যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারনে এমনটা হয়েছে। বর্তমানে বরিশালে আধুনিক হোটেল ও যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে। তাই বরিশাল স্টেডিয়ামে ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেটলিগ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

বরিশালের টিমে জাতীয় দলের খেলোয়াড় মোসাদ্দেক সৈকত, শাহরিয়ার নাফিজ, সোহাগ গাজী, আল আমিন ও সদ্য জাতীয় দলে ডাক পাওয়া অলরাউন্ডার ফজলে রাব্বি।

এছাড়া রাজশাহী টিমে সাব্বির রহমান, তাইজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হাসান শান্ত, আফতাব আহমেদ রয়েছেন।

তবে অসুস্থতার কারনে বাংলাদেশের ওয়ান্ডে দলের অধিনাকন মুশফিকুর রহিমের রাজশাহী টিমে খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন মতবিনিময় সভায় উপস্থিত থাকা রাজশাহী টিমের অধিনায়ক জহিরুল ইসলাম অমি।



রাইজিংবিডি/ বরিশাল/ ১৫ অক্টোবর ২০১৮/ জে. খান স্বপন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়