ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘‌বেকার হো‌স্টে‌লে বঙ্গবন্ধ‌ু’ শীর্ষক আ‌লোক‌চিত্র প্রদর্শনী

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘‌বেকার হো‌স্টে‌লে বঙ্গবন্ধ‌ু’ শীর্ষক আ‌লোক‌চিত্র প্রদর্শনী

জ‌বি প্র‌তি‌নি‌ধি : সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বেকার হোস্টেলে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচ তলায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উ‌দ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু যে হোস্টেলে থাকতেন, সেখানে সব সংরক্ষিত আছে। বাংলাদেশি হিসেবে সবার এ সম্পর্কে জানা দরকার। আজকের এ প্রদর্শনীর মাধ্যমে জবির শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর হোস্টেলের সময়কালের সাথে পরিচিত হতে পারবে।’

এ সময় রাষ্ট্র‌বিজ্ঞান বিভা‌গের শিক্ষকগণসহ  বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৬ সে‌প্টেম্বর ২০১৮/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়