ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‍পূজায় নির্বাচন পেছানোর পক্ষে আতিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‍পূজায় নির্বাচন পেছানোর পক্ষে আতিকুল

সরস্বতী পূজা উপলক্ষে নির্বাচন পেছানোর দাবির সঙ্গে একমত পোষণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘যদি সম্ভব হয়, নির্বাচন পেছানো হোক। আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অভিমত থেকে এই দাবি করছি।’

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১২ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার আগে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

এদিন আতিকুল ইসলাম বিভিন্ন স্থানে পথসভা করেন এবং নির্বাচনী প্রচারণা চালান।

এক পথসভায় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার পোস্টার ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ করেছেন মন্তব্য করে আতিকুল ইসলাম বলেন, ‘‘অপপ্রচার, গুজব ও মিথ্যা রটনা রটাতে বিএনপি সিদ্ধহস্ত। আপনারাই দেখুন পুরো ঢাকায় তাবিথ আউয়ালের পোস্টার ঝুলছে।

‘আমি আপনাকে (তাবিথ আউয়াল) বলছি, আপনার জনবলের সংকট হলে আমাকে বলুন, আমার নেতা-কর্মীরা আপনার পোস্টার লাগিয়ে দিবে। এসব অভিযোগ না করে শেষ পর্যন্ত মাঠে থাকেন।’’

এসময় সচল ঢাকা গড়তে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, ‘সচল ঢাকা আমাদের গড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। জলাবদ্ধতা থেকে আমাদের বাঁচতেই হবে। গত নয় মাসে আমরা চিহ্নিত করেছি, কোন কোন জায়গায় পানি জমে। ঢাকা শহরে কোনো জলাবদ্ধতা থাকবে না- সে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এই পরিকল্পনার উদাহরণ কালসী খাল।’

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অনেক অলি-গলির রাস্তায় লাইট নাই। আমাদের প্রবীণরা, আমাদের বোনেরা নিরাপদে চলাচল করতে পারেন না। আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি কথা দিচ্ছি, আগামী ছয় মাসের মধ্যে এলইডি লাইটের মাধ্যমে ডিএনসিসি হবে একটি আলোকিত শহর।’

প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘নতুন যে ১৮টি ওয়ার্ড হয়েছে যেটি আগে আটটি ইউনিয়ন ছিল- সেখানে রাস্তা প্রশস্ত হবে, ফুটপাত হবে, খেলার মাঠ হবে, বাজার ও কমিউনিটি সেন্টার হবে।’

তিনি মিরপুরের বস্তিবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের পুর্নবাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আমাকে বিভিন্ন ধরনের ফ্ল্যাট নির্মাণের জন্য দিক-নির্দেশনা দিয়েছেন।’

আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুব মহিলা লীগের সভাপতি নাজম আক্তার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/পারভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়