ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লায় জাতীয় ভোটার দিবস পালন

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় জাতীয় ভোটার দিবস পালন

কুমিল্লা প্রতিনিধি : ভোটার হবো, ভোট দেবো- প্রতিপাদ্য নিয়ে শুক্রবার কুমিল্লায় প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গিয়ে শেষ হয়। রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.  আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। অনুষ্ঠানে ভোটার অন্তর্ভুক্তি কার্যক্রম প্রদর্শন করা হয়।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলার দেবীদ্বার উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জয়নুল আবেদিন। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুন্নাহার, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান  নাজমা বেগম।



রাইজিংবিডি/কুমিল্লা/১ মার্চ ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়