ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পূর্বঘোষিত বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসু বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

এর আগে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আগামীকাল বুধবার থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল।

ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ-উল হাসান জানান, বাস-ট্রাক-প্রাইম মুভার ও ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, অটোরিকশা ও অটোটেম্পুর জন্য পার্কিং স্পট, অনিবন্ধিত সিএনজি অটোরিকশার নিবন্ধন প্রদানসহ বিভিন্ন দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বুধবার থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল। আজ দুপুরে এ ব্যাপারে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাকিগুলো পূরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ ছাড়া আগামী ২৯ জানুয়ারি এই ব্যাপারে চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে বৈঠক করে দাবি পূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা তাদের আহুত বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ জানুয়ারি ২০১৭/রেজাউল করিম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়