ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব

‘পথনাট্যোৎসবের দৃশ্য (ফাইল ছবি)

বিনোদন ডেস্ক : ‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ‘পথনাট্যোৎসব ২০১৭’। আজ বুধবার (১ মার্চ)  কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে সপ্তাহব্যাপী এই উৎসব। এর আয়োজন করেছে বাংলাদেশ পথ নাটক পরিষদ।

আয়োজক সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় উৎসবের উদ্বোধন করবেন উপমহাদেশের পথনাটক আন্দোলনের পথিকৃৎ সফদর হাশমির স্ত্রী বিখ্যাত নাট্যকার-নির্দেশক মলয়শ্রী হাশমি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও অভিনয়শিল্পী ঝুনা চৌধুরী।

এবারের উৎসবে দেশের ৩০টি নাট্যদল অংশ নেবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪-৮টা পর্যন্ত মঞ্চস্থ হবে নাটক।

উৎসবের সভাপতিত্ব করবেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।




রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়