ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২২২ জন হ‌জে যেতে পারলেন না

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২২২ জন হ‌জে যেতে পারলেন না

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২২২ জন ছাড়া বাকী সবাই প‌বিত্র হ‌জ পাল‌নের জন্য সৌ‌দি আরবে পৌঁছেছেন।

সোমবার হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে চলতি বছরের হজ কার্যক্রম সম্প‌র্কে বল‌তে গি‌য়ে হজ এজেন্সি মালিকদের সংগঠন হা‌বের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম এ তথ্য জানান।

তি‌নি ব‌লেন, ‘অসুস্থতা ও ব্যক্তিগত কারণে ২২২ জন হজযাত্রী এবার হজে যেতে পারেননি।’

শাহাদাত হোসেন আরো বলেন, ‘অতীতের যেকোনো বছরের তুলনায় এ বছর সফলভাবে হজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার সহ‌যোগিতায় এবং এজেন্সিগু‌লোর আন্ত‌রিকতার কার‌ণে এ বছর কোনো ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেনি। ফ‌লে, সবাই নিরাপ‌দে হ‌জে যে‌তে পেরেছন।’

এবারের হজ কার্যক্রম সব‌দিক থে‌কে সফল দাবি করে হাব এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সংস্থা ও ব্যক্তিকে ধন্যবাদ জানান হা‌বের সভাপ‌তি।

এ বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট আজ ৫ আগস্ট। বাংলাদেশি হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট। আর শেষ ফিরতি ফ্লাইট  হবে ১৫ সেপ্টেম্বর।

সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী, চলতি বছর ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন বাংলাদেশি হজে যাওয়ার কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য ১ লাখ ২০ হাজার কোটা বরাদ্দ ছিল।


রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৫ আগষ্ট ২০১৯/নঈমুদ্দীন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়